বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৫

যুব মহিলা লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনন্দন

রাজশাহী প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২  

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের নবনির্বাচিত সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ।

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য,গত ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কমিটি ঘোষণা করেন

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন।

নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি সংগঠনের আগের কমিটির সহ-সভাপতি এবং শারমীন সুলতানা লিলি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন

২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ।গঠিত সংগঠনে নাজমা আক্তারকে আহ্বায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি করা হয়।সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালে।এতে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়। 

তিন বছর পর পর সম্মেলনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকলেও ১৩ বছর পর হয় দ্বিতীয় সম্মেলন।২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলনে ফের নাজমা আক্তার ও অপু উকিলই নেতৃত্বে আসেন।

প্রতিষ্ঠার ২০ বছর পর এবার ভিন্ন নেতৃত্ব পেল সংগঠনটি।

এই বিভাগের আরো খবর